একা বসে ভাবছি তোর কথা,
আর সাথে তোর সস্তা ভালোবাসা।
তোর ভালোবাসা খুব সহজ বিষয়ের খুব কঠিন একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন।
আর তুই কিনা সেই প্রশ্নেরই জোখ বুঁজে দশ-বিশ গুণে কিছু না ভেবে দেয়া য্যানো ত্যানো এক উত্তর;
যার সাথে প্রশ্নের নেই কোনো সম্পর্ক।
তোর ভালোবাসা কোনো অন্ধকারাচ্ছন্ন চোরা গলির ঘৃণ্য পথ।
আর তুই সে ঘৃণ্য পথেরই অদৃশ্য কালো কুকুরটা;
যে শুধু চোরাগলির সাথেই লুকোচুরি খেলে যায়।
তোর ভালোবাসা শুধু এক দুর্ঘটনা; যা হিংসার কালো আঁচলে ঢাকা।
আর তুই কালো আঁচল পড়া সেই দুর্ঘটনার নায়িকা;
যে কিনা রাক্ষুসে ডাইনি বুড়ি।
তোর ভালোবাসা ময়লা পঁচা ডাষ্টবিনের পরিবেশ।
আর তুই কিনা সেই ডাষ্টবিন য্যাখানে ল্যাখা আমাকে ব্যবহার করুন।
এতে লোকজন তোকে বিনা অযুহাতেই ছুঁতে চায়।
তোর ভালোবাসা বর্তমান বুড়িগঙ্গার কালো পানির মত।
আর তুই সেই নদীতে ভেলা চালিয়ে যাওয়া কালো-জাদুকর রূপী এক মাঝি;
যার নৌকায় একটি মৃত শৃগালও ঘ্যায়ে না।
তোর ভালোবাসা হলো কারো সরল হৃদয় ডাকাতি করার এক নিছক ঘটনা।
আর তুই কিনা এক কুখ্যাত ডাকাত;
যে কালো ডাকু নামেই পরিচিত।
তোর জারজ ভালোবাসায় আছে শুধু অকথ্য গালি-গালাজ।
আর তুই আমার চেয়েও অধম, ঘৃণ্য, প্রতারক, ভন্ড, বেয়াদব, চন্ডাল, পশু।
তবুও তোকে ভালোবাসি; যদিও তাতে কিছুটা সন্দেহ রয়েছে।
মূল লেখা: (মাঘ ২০, ১৪১৯)
পুনর্লিখন:(ফাল্গুন ২০, ১৪২২)