নকল শিকল তোমার, বারবার হেরে, পড়েছি।
কষ্টের অবশিষ্ট তোমার, বারবার খুঁজে, গুঁজেছি।
নীরবতার কথা আমার, সবার কানে, শুনেছি।
বন্য চিহ্ন আমার, সবার পানে, ছিনেছি।
বেতালে তালি তোমায়, মানায় না, মানাবে না।
তিক্ত ব্যক্তি তোমায়, ভালোবাসায় না, ভালোবাসে না।
মরুর তরু আমায়, কাঁদায় না, মানা।
আমি তুমি আমায়, তোমায় সাঁধে না, বাঁধে না।
(চৈত্র ১৬, ১৪২১)