ভালবাসবো ব'লে বসে আছি--
কিচ্ছু করতে হবে না তোমায় অসাধারণ,
অন্যজনে ক্ষতি পৌঁছে গেলে অনুতাপে পোড়ে যদি মন।

ভালবাসবো ব'লে বসে আছি--
কিচ্ছু করতে হবে না তোমায় অসাধারণ,
কর্তৃত্ব বলে দুষ্ট লোকে যদি রহিত করো প্রত্যয়ন।

ভালবাসবো ব'লে বসে আছি--
কিচ্ছু করতে হবে না তোমায় অসাধারণ,
প্রত্যাখ্যান করো যদি অন্যায্য উপার্জনে আনন্দ আনয়ন।

ভালবাসবো ব'লে বসে আছি--
কিচ্ছু করতে হবে না তোমায় অসাধারণ,
এড়িয়ে যেতে পারো যদি সত্য ও সুন্দরের বিরুদ্ধাচরণ।

ভালবাসবো ব'লে বসে আছি...