আমি—
ব্যাঙেরও না, সাপেরও না;
ঠান্ডারও না, তাপেরও না।
সাজারও না, ক্ষমারও না;
ব্যয়েরও না, জমারও না।
আমি—
ডানেরও না, বামেরও না;
আল্লাহরও না, রামেরও না।
দুধেরও না, সুদেরও না;
শরবতেরও না, মদেরও না।
আমি—
ছাত্রেরও না, শিক্ষকেরও না;
জনতারও না, রক্ষকেরও না;
মালিকেরও না, দাসেরও না;
শামুকেরও না, হাঁসেরও না।
আমি—
ঘরেরও না, বাইরেরও না;
ঠেকানোরও না, মাইরেরও না।
দাঁড়ানোরও না, দৌঁড়ানোরও না;
গ্রহণেরও না, পৌঁছানোরও না।
আমি তাহলে কীসের?
জয় ভাবে নৌকার, তারেক ভাবে শীষের।
হাসনাত বলে পাপের, সাদ্দাম বলে নেকির;
হারুন বলে ন্যায়ের, হুজুর বলে মুনাফেকির।
কিন্তু, ভাই, বলো দেখি কী এই মুনাফেকি?
এর ভিতরে ছটাক খানিক সুবিধা আছে নাকি?
মোঃ জাকারিয়া মোল্লা
১৩/০৮/২৪
খুলনা