আমার জমিন সর্ষে ভরা
হলুদ রঙের ফুল,
আমার কৃষক ধৈর্যে গড়া
নেই পরিচর্যায় ভুল।
তবু তারা কাস্তে চালায় যখন
আস্তে চালায় নাকো;
ওপারের আগাছা তুমি,
ওপারেতেই থাকো।

আমার কৃষক-জেলে-মজুর
যত্নে গড়ে ছেলে,
তাদের হাতেই নকশা ভূমির
দারুণ শোভা মেলে।
তবু সীমানাতে যদি তুমি
হায়েনা, পাতো ফাঁদ,
দেখবে কেমন লড়ছে ওরা,
মিটবে গণ্ডগোলের সাধ।

মিষ্টি করে শেষে
বলছি তোমায় শোনো,
নিজের পাশে বসে
তারের কাঁটা গোণো।
নইলে পরে মশক-মাছি
জ্ঞান করো যারে,
ধাক্কা খেয়ে বলবে আবার
"হচ্ছেটা কী, আরে!"


১০ জানুয়ারি ২০২৫
হরিণটানা, খুলনা।