আমি স্বপ্ন দেখতে চাই না কোনো
আমি চাই স্বপ্ন হতে।
আচ্ছা, আমার এই স্বপ্ন হতে চাওয়াটাই কি স্বপ্ন?
তাহলে তো আমারও একটা স্বপ্ন আছে-
স্বপ্ন হবার স্বপ্ন।
আমি সুখ খুঁজে বেড়াই না মোটে
আমি চাই সুখ হতে।
আচ্ছা, এই সুখ হতে চাওয়াটাই কি সুখের খোঁজ?
তবে তো আমিও সুখ খুঁজে বেড়াই-
সুখ হতে পারার সুখ।