১)
ভিতরে যাহারে প্রাসাদ সঁপি
বাহিরে তাহারে চিনি না,
অন্তররাজ্যের রাণী যিনি
তিনি আমার কিনা জানি না।
২)
যদি অকালে গমন করি লোকান্তরে
ক্ষমা করবে না মোরে?
তবে যদি রুখে দিতে পারি মৃত্যুরে
কথা দিলাম- আমি যাব না ঋণ পরিশোধ না করে!
৩)
আমি জানি-
কোন রঙ তব দৃষ্টি লয় টানি
কোন সুর মাতাল করে তব হৃদয় খানি
মম ঔদাস্য তবু;সেই রঙ সেই সুর আহরণ করিনি!
৪)
যাহাকে আমার বলিয়া পাইয়াছি,
চিরকাল তাহা আমারি।
আপনিই আসিয়া যে বাঁধা পড়িয়াছে মম অন্তরে,
অনন্তকাল আমি তাহারই।
৫)
এ পথ শোনেনি আকুতি,
রাখেনি পদচিহ্ন-
কীভাবে খুঁজেছি তোমায়
আমি হাজার অপরাহ্ণ।