বন্যা হয়ে এলে তুমি ও যমুনার পানি,
জানো তুমি? ঝরালে কান্না কতখানি!
কেড়ে নিলে শিবচরের বিখ্যাত বাতিঘর
চব্বিশ গ্রামের বিদ্যার্থীদের একমাত্র ভর!
নদী-ভাঙন আনলে তুমি ও পদ্মার পানি
পাঁচশত ঘর গিলেও পেট ভরেনি জানি।
চরাঞ্চলের ফসলি জমি, স্থাপনা,বাড়িঘর
চাঁদপুরের দিশেহারা চাঁদ কাঁপছে থরথর।
কোভিডে লোকেরা কর্মহীন, নির্দয় বন্যা
ভাসিয়ে নিলে সব,বাকী কিছু রাখলে না!
ওই যে ওদের ছুটোছুটি, কোথায় তাদের ঘর
দু'মুঠো খাবার কোথা পায়,কী দিবে সরকার?