কোথাও ভীষণ একটা গোল আছে।
পাখি দেখি— ওড়ে না, খায় না,
ডানা দুটোও কাটা গেছে কোথাও।
সব আছে নেই হয়ে—
তাপ নেই, চাপ নেই, তাড়া নেই,
কোথাও কারো শিরদাঁড়া নেই।
অন্ধ গাড়ি ছোটে পালিয়ে,
জানালায় যাত্রীরা মাথাগুলো গলিয়ে।
হাত নেই, পা নেই, কলিজাটা রাখা আছে পাশেই—
কে যেন এসে রেখে গেছে খুব সাহসেই।
চোখ দুটো মরেনি; দৃষ্টি কি মরেছে? কে জানে!
চোখ দুটো দেখে নিলে লোকগুলো মরে যাবে
অনুতাপ, অভিশাপে ঘিরে যাবে সব।
শব হয় যুবক লাফ দিয়ে স্বেচ্ছায়?
গোল বুঝি সংজ্ঞায়-- আত্মহনন নয়,
নিজ হাত অন্যের হয়ে প্রাণ নেয়।
~পবন