এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে কার?
যে আত্মহত্যা করে তারই বেশি সাধ থাকে বাঁচবার।
বিশাল রূপসী পৃথিবী এক প্রেমিকা,শতকোটি প্রেমিক তার
সব কিছু হারানোর পরেও মানুষ বাঁচতে চায় বারবার।
আজ এই করোনা ক্ষণে অশান্তি আর ভীতি জনে জনে,
পাতালবাসী আজ স্তব্ধ-নিরস্ত্র, নির্মলতা শুধু নীল আসমানে।
এখানে দেশে দেশে ছোট-বড়, ধনী-গরীব সব অসহায় বেশে
তরুণ-তরুণী, বয়োবৃদ্ধ আর মধ্যবয়সী প্রাণ হারাচ্ছে নিমেষে।
ধরণীর প্রতি কোণে ধরেনি ভাইরাস প্রত্যেক ফুসফুসে
তবু শ্বাসকষ্ট বুঝি হয়েছে সবার,সবারই পালা এসে গেছে।
মুখে মুখে মাস্ক আর কাপড় বেঁধে দিন কাটছে কোনমতে
এই অবস্থা থেকে বুঝি পালাবার উপায় নেই কোনো পথে।
প্রকৃতি সুন্দর হয়েছে আরও,এই সৌন্দর্য ভালো লাগছে না কারো
সবাই বরং ফিরে যেতে চাই ধুলাবালি আর দূষণ মাঝারে আবারও।
মানবের যন্ত্রণা আর প্রকৃতির সৌন্দর্য আজ একই রেখায় ঊর্ধ্বগামী
আবার একবার বুক ভরে শ্বাস নিতে দাও হে সর্বশক্তিমান, অন্তর্যামী।