এই রাত ফুরাতে অনেক বাকী, ইচ্ছে আজ সারারাত জেগে থাকি।
সূর্যের দপ্তরে পাঠাই চিঠি, কাল দু'ঘণ্টা আগে আসা যায় কি?
নিয়ম ভাঙার নিয়ম যার নেই, অযথা তাকে পীড়াপীড়ি করে লাভ কী!
সবার ভিন্ন আমার ঘুম আসেনা আনন্দ-স্পৃহায়, জ্যোৎস্নার নাচ দেখি।
আমি আবার নিজেকে খুঁজে পেয়েছি, আবার তোমাদের জন্য ভেবেছি
আলস্য-অনীহা'র বিপরীতে বিক্ষোভ করে ওদেরকে তাড়াতে এসেছি।
এই রাত ফুরাতে অনেক বাকী, কেউ আমায় সঙ্গ দেবে কি?
না থাক, এ আনন্দ-উত্তেজনা একান্তই আমার, পোহাবো একাকী!
ইহা কেবল আমারই অধিকার, আমারই পোষা প্রেরণা পাখি
দুনিয়াটা কাল আমারও হবে,আলো উদ্বোধনের অপেক্ষায় থাকি!