কথা ছিল ফিরে যাব— ফেরা হলো না।
ছোট কালো পাখি কুচকুচে দেহ,
নীড়ে ফিরে যাও, আর পিছু ফিরো না।
অসীমের দিকে চেয়ে ভাগ্যবিধাতায় দিয়ো ধন্যবাদ;
বেনসিব ছিল যা, উন্মোচিত হলো সে প্রেমও ফাঁদ।

আজ কী বিধান করবে বলো তোমার অপরাধীর?
সে কি আপন হৃদয় অনুভব করে না?
তোমারই নরম পালকে সুরক্ষিত রাখেনি তার বুক?
নাকি নিরুপায় সেই জন, তোমারে ব্যথা পৌঁছে
জানে, আজ আকাশের দাফন।

০৪/০২/২৫