বৃষ্টি ভেজা বিকেল আমার
ছাতা মাথায়,
নীল রঙা জুতা পায়ে
হেঁটে চলেছি আঁকা-বাঁকায়!
কর্দমাক্ত পথটায়
এই বুঝি পা পিছলে যায়
বুড়ো আঙুলে চেপে চেপে
চলছি বড্ড ধীরতায়।
হঠাৎ করে হোঁচট খেয়ে
জুতার ফিতা ছিঁড়ে যায়,
বৃষ্টিতে মন ভিজিয়ে দিয়ে
এগোচ্ছি এবার নগ্ন পায়ে।
চারি ধারের সবুজ পাতায়
পানি জমেছে ফোঁটায় ফোঁটায়,
হাঁটছি যখন গাছের তলে
ছাতা ভিজছে পাতার জলে।
*২০১৮ সালে লেখা! অনুসন্ধিৎসু হয়ে ডায়েরীর পাতা উল্টাতে উল্টাতে চোখে পড়লো।