জোট বেঁধেছে ময়না-মৃণাল,
সামনে আসছে ভোট।
জাপার জীবন শরমাপন্ন;
ইসির মিষ্টি ঠোঁট।

ধানের শিষে ক্ষোভের বিষে
ভিড়ল ভীষণ লোক,
আন্দোলনের ঘোষণা হলো--
এবার অসহযোগ হোক।

ডামি মাঝি হাল ধরেছে,
মান বাঁচাবে ইসির।
গোলাম রনি মুচকি হাসে
যেন হুমায়ূনের মিসির।

কারো আশা আমেরিকায়
কারো ভারত রাশিয়ায়,
টকশোগুলো দেখলে পরে
কুটুকুটু হাসি পায়।

হুজুরকুলে দলে দলে
ছোট্ট দাবি তুলে বলে
মুক্তি এবার দিতেই হবে--
আলেম যারা বন্দি জেলে।

ইসির কথা ভিসির কথা
হাসির লাগে জনগণে,
রিজার্ভ কত জমা আছে
গুণছে তারা ক্ষণে ক্ষণে।

ভাবছে তারা মাঠে যদি
নেমেই পড়ে শক্ত সেনা দল,
হাঙ্গামা কি হানা দেবে?
বদলাবে কি সাত তারিখের ফল?

আরো আছে কারো ভেতর
দ্বিধাদ্বন্দের দখল বিরাট,
উন্নয়নের এত গান কি
মিথ্যে দিয়েই ভরাট?
অবকাঠামো পড়েই চোখে
বিশাল বিশাল সব,
টাকা হলো বিদেশপাচার
উঠেছে পত্রিকাতে রব!

নজর এবার ফেরাতে হবে
দেশের আমজনতার হালে,
দ্রব্যমূল্যে পায় না নাগাল
চাল অথবা ডালে।

আছেন যত বুদ্ধিজীবী
বিপদ তাদের বড়,
ব্যর্থ তারা, দিশেহারা
কেমনে বলেন- "লড়ো?"

এসব তো সত্য কথাই
জনে জনে জানা,
লেখায় তবে প্রকাশ করতে
আমার কেন মানা?