বিপ্লব,
তোমার জন্য খুব দুঃখ হয়।
গায়ের রক্তে শহর ধুয়ে এসে
দেখলে নিজের ঘরই পিশাচময়।

৩০ শে ডিসেম্বর, ২০২৪