কত সঙ্গ ভঙ্গ হয়েছে,
কতজন চলে গেছে ডানে-বাঁয়!
আমি দূর হতে দূরে নিরীক্ষণ করে
দেখি শুধু বিজনতাই ধায়।
কত বন্ধু-স্বজন বহুদূর এগিয়েছে সামনে,
কতজন পিছিয়েছে ছোট ছোট বাহানায়!
আমি একা হতে হতে আরো একা হতে চলেছি,
দুটো ফুল তবু হৃদবাগে ফুটে নিভৃতেই ঝরে যায়।
১৭/১০/২০২৪