দয়া করে কেঁদো না,
এক এক ফোঁটা অশ্রু তোমার--
এক একটা পাথর বিশালাকার;
তোমারই গাল বেয়ে নেমে
প্রবেশ করছে আমার গলা দিয়ে।
সরু এই কণ্ঠে সৃজন করছে অসহ্য পীড়া
সেই পাথর আটকে গিয়ে।
এরপর জবরদস্তি বুকে পৌঁছে
ভাঙছে কাঠামো,
আর কেঁদো না, আর কেঁদো না,
দয়া করে থামো।
বীর ছেলে তুমি,
নইলে কি আর পিতৃহারা এতিমেরে
ছেড়ে যেতে পারে আপন জননী?
অভাগী মা গিয়েছে অন্য পুরুষের নিরাপত্তায়,
এতে কি কারো মন খারাপ হয়?
তোমাকে সে ছেড়ে গিয়েছে বনে--
যেন অসীম সাহসী হও মনে!