তুমি আমায় একই জায়গায়
খোঁজ কেন রোজ?
আমি তো গাছ নই,
আমরণ তোমার দরজায় দাঁড়িয়ে থাকব।
আমার সরণ ক্ষমতা আছে,
অভিমান হলে আমি দূরে সরবো।
তুমি আমাকে দেখতে না পেলে
একটু তো এদিক-সেদিক যাবে,
এর-ওর কাছে খবর নিবে
তোমার প্রিয়তম কেমন আছে, কোথায় আছে!
নাকি নেবে না?
আমি তোমার ওপর নজর রাখব
কিন্তু যোগাযোগটা ঠিক হতে দেব না।
যে পথ ভুলে হারিয়ে যায়,
কখনো কখনো তাকে খুঁজে পাওয়া যায়,
কিন্তু স্বেচ্ছায় যে হারায় তাকে পাবে কেমন করে!
আমি হারাবো, তোমাকে অপেক্ষা করতে হবে।
আমিও তোমার অপেক্ষা করবো।
প্রতি মুহূর্ত অবিশ্রাম ভাবতে থাকব
কীভাবে আমরা আবার এক হবো!
এরপর যখন অনেকটা সময় পেরিয়ে যাবে
তুমি আবার আমাকে খুঁজতে থাকবে।
কোমল কণ্ঠের ডাক যদি না শুনি
চিৎকার করে ডাকবে,
নাকি ডাকবে না?
তখন আর আমি
নিজেকে বেঁধে রাখতে পারব না,
তোমার সামনে এসে
দাঁড়াব অভিমানী চেহারায়।
বুঝতেই দেব না,
ভেতরে ভেতরে তোমাকে
আঁকড়ে ধরার আকাঙ্ক্ষা
আমায় কুঁড়ে কুঁড়ে খায়।
ইতোমধ্যে ই ভুলে যাওয়া তোমার ভুলের কথা
মনে করিয়ে দিয়ে বলব,
"ফের কখনো দিও না এমন ব্যথা!"