ওই যে নদী, শুনবে যদি
প্রশ্ন করো ওকে—
কেমন করে রাত্রি কাটাই
আঁধার ভরা চোখে।

তীরের বাতাস দোলায় তরী,
ঢেউয়ে দোলে দুঃখ।
আমার ধনুক তীর ছুঁড়েছে
আমারই ছিঁড়েছে বক্ষ।


২১/০৪/২৪
হরিণটানা, খুলনা