ভুলে যেও এই অভাগাকে,
নিদারুণ বিদায় দিয়ে।
ভুলে যেও মোর প্রতিটি কথা,
এক আকাশ হৃদয় দিয়ে।
ভুলে যেও মোর প্রতিটি গান,
অর্থহীন, কর্কশ ভেবে।
ভুলে যেও ছিল এ- প্রাণ,
থাকো দেখেও না দেখে।
ভুলে যেও মোর সব প্রতিবাদ,
অবান্তর, অনর্থক ভেবে।
ভুলে যেও মোর করুণ আর্তনাদ,
বল, এটুক আমায় দেবে?
ভুলে যেও মোর প্রতিটি ভুল,
অকূল পাথারের হৃদয়ে।
ভুলে যেও এই নির্বোধকে,
মরে নিজেরই দেয়া অপবাদে।
ভুলে যেও যে স্বপ্নে বাঁচে,
বাস্তবে মেলেনি তাকে।
ভুলে যেও যে দুঃখে হাসে,
তুমি ভুলে যেও আমাকে।