স্বাধীনতা তুমি উচ্ছ্বাস, স্বাধীনতা তুমি নব ভোর,
স্বাধীনতা তুমি সব বাঁধা ভেঙ্গে ফেলার বড় জোর!
স্বাধীনতা তুমি অশ্রু, স্বাধীনতা তুমি পূর্ণতা,
স্বাধীনতা তোমায় না পেলে আমার সব শক্তি বৃথা!
স্বাধীনতা তুমি মৃত্যু, তুমি দাবানো আর্তনাদ,
স্বাধীনতা তুমি অপেক্ষা, তুমি দূর আকাশের চাঁদ!
স্বাধীনতা তুমি শক্তি, তুমি সাহসে, প্রকাশে নির্ঝর,
স্বাধীনতা তুমি স্বাধীনতা হয়েই কাছে আসো মোর!