শীতের মত ঘন হয়েই,
পুলক নামুক সব প্রাণেতে।
উষ্ণ চাদর জড়িয়ে রেখে,
আগলে রাখুক পূর্ণতাকে।

সুখ বিলাসে সইতে হবে,
অসীম শীতের তীব্রতাকে।
সংগ্রাম শেষে হর্ষ আসে,
বুঝতে হবে জীবনটাকে।