শিক্ষাকে জ্ঞানের রূপ দান করেন যিনি,
অন্তরে আলোকচ্ছটার হয় উদ্বোধনী,
মমত্ব আর ভালোবাসায় সদা অগ্রণী,
শিক্ষকরূপে তাঁকে মোরা সকলেই চিনি।
সদা মন চাই তার ছাত্র কল্যাণ,
পিতা-মাতার পরেই যে রয়েছে স্থান,
সকল তিথিতে তাঁর করব সম্মান,
কি করে করবো শোধ তাঁর অবদান?
তাঁর প্রতিটি বাক্য দেয় সত্যের বার্তা,
জাগিয়ে, বাঁচিয়ে তোলে সব মৃত আত্মা,
জ্বালিয়ে-পুড়িয়ে দেয় সকল অসারতা,
এক জাতির বিনির্মাণে তিনি মূখ্য কর্তা।
বাণী তাঁর জাগরণে সম্মোহনী,
প্রতিটি শব্দ তাঁর মন দিয়ে শুনি,
শুভ্র হৃদয় তাঁর সর্বগুণে গুণী,
জীবন গঠনে তাই রব চির ঋণী।