পৃথিবীর,
প্রতিটি কষ্ট আমি ভুলিয়ে দিব, ভালোবাসা দিয়ে।
সকল তিরস্কার আমি ফিরিয়ে দিব, অভ্যর্থনা হয়ে।
সকল নিন্দা আমি পাল্টে দিব, প্রশংসা দিয়ে।
সকল অপবাদ আমি হটিয়ে দিব, সহানুভূতি দিয়ে।
সকল অভিযোগ আমি মিটিয়ে দিব, সৌহার্দ্য দিয়ে।
সকল বিভাজন আমি ছুঁড়ে ফেলব, সম্প্রীতি দিয়ে।
সকল ভয় আমি কাটিয়ে দিব, সাহস দিয়ে।
প্রতিটি আর্তনাদ আমি ঘুচিয়ে দিব, সুসংবাদ হয়ে।
সকল অমাবস্যায় আমি উদিত হবো, সূর্য হয়ে।
সব হিংসা-বিদ্বেষ আমি কবর দিব, সহযোগিতা দিয়ে।
সব অহংকারের আমি পতন ঘটাব, আরো কাছে এসে।
সব মতের আমি মূল্য দিব, সহিষ্ণুতা নিয়ে।
সকল অন্যায়-অনিয়ম আমি বদলে দিব, সৎকর্ম দিয়ে।
সকল মেকি আমি দূর করব, সত্য হয়ে।
প্রতিটি কান্নায় আমি হাজির হব, অজস্র হাসি নিয়ে।
প্রতি অন্তরে আমি আসীন হব, স্বস্তি হয়ে।
এই পৃথিবীর,
প্রতিটি সমস্যায় আমি অবতীর্ণ হব, সমাধান নিয়ে।
প্রতিটি দুর্যোগে আমি উত্থিত হব, আশ্রয় হয়ে।
ভালোবাসাই যদি, বিশ্ব গঠনের প্রধান আকরিক হয়,
তবে, কেন বাঁচব আমি প্রলয় নিয়ে?
সব ভেদাভেদ আর অপচিন্তার মনোভাব ভুলে,
কেন গড়ছি না এই বিশ্ব অপরিহার্য ভালবাসা দিয়ে?