নদীর এক পাড়ে আছে,
সুউচ্চ ভবন!
আরেক পাড় খালি।
এক পাড়ে আছে,
হিমালয় সম্পদ।
আরেক পাড়ে ফুটো থালি।

নদীর এক পাড়ে আছে,
নির্মল হরিৎ জগৎ,
ভালোবাসায় অসীম!
আরেক পাড়ে আছে,
মিথ্যের আবাস,
যার সবকিছুই কৃত্রিম।

নদীর এক পাড়ে আছে,
সোনার প্রকৃতি, ফসল।
আরেক পাড়ে আছে,
তার ভোক্তা।
এপারে আছে তার,
দুস্থ কৃষক।
আর ওপারে,
নষ্টের উদ্যোক্তা।

নদীর এপারের মানুষ,
সহজ-সরল,
নেই মিথ্যার ছিটেফোঁটা।
আর নদীর ওপারে,
এক অসুস্থ দৌঁড়ে,
দেয় একে অন্যকে খোটা।

নদীর এপারে,
তার প্রতি নিঃশ্বাসে,
আয়ু বেড়ে যায় রোজ।
সে নদীর ওপারে,
তার বিষ বাতাসে,
মানুষ হয় নিখোঁজ।

নদীর এপারে,
বাঁচে সব ঐক্যে,
নয় কেউ কারো বোঝ।
আর সে নদীর ওপারে,
কোনো মানুষ মরলেও,
রাখে না যে তার খোঁজ।

নদীর এক পাড়ে আছে,
প্রকৃত জীবনবোধ,
স্বর্গের কাছাকাছি।
আরেক পাড়ে আছে,
প্রতিযোগিতার যুদ্ধ,
খেলে মোহের কানামাছি।

নদীর এপারে দেখি,
মুক্তি আমি!
ওপারে,
দীর্ঘশ্বাস!
বলো, কোন পাড়ে,
তবে যাব আমি?
আর গড়ব,
চির আবাস!