চলার পথে হোঁচট খেয়ে,
পথকে মোরা ভুল বলি!
নিজের স্বার্থে আঘাত এলে,
অন্য উপায় ধরে চলি।

নিজ জায়গায় অটল থেকে
করেছ কি কোনা কাজ শেষ?
তোমার সুবিধা হারালেই বলো,
"দুর্নীতি ভরা এ-বাংলাদেশ!"

ন্যায়, নীতির প্রশ্নে তুমি দাও অজুহাত কিযে!
দিনশেষে খুঁজে দেখো তুমি নিজের শত্রু নিজে!
সত্য, ন্যায়ের সন্ধানে তোমার যোগ্য নেতা চাই?
সত্য গণমানব এ-জাতি না হলে আর যে উপায় নাই!

কর্তৃপক্ষের দোষ খুঁজো তুমি নিজে সাধুরুপ সেজে,
সত্য ফল কেনো চাও তুমি অসত্য এই বীজে?
কর্তৃপক্ষের ভুলের সামনে দাঁড়াবার সাহস নাই?
ভীরু তুমি, পরনির্ভর তুমি, তুমি বড়ই যে নিরুপায়!