মানুষ ছাড়া এই পৃথিবী সুন্দর!
প্রকৃতি হয় প্রস্ফুটিত,
অবাধে-অনায়াসে।
মানুষ ছাড়া এই পৃথিবী সুন্দর!
সবকিছু থাকে নির্মল,
আকাশে-বাতাসে।

মানুষ ছাড়া এই পৃথিবী সুন্দর!
ঝরে না রক্ত,
আসে না কোনো দুর্যোগ।
মানুষ ছাড়া এই পৃথিবী সুন্দর!
মরে না সত্য,
থাকেনা কোনো অভিযোগ।