মায়ের নামের মহাকাব্যেও,
ধরবে না তাঁর পূর্ণতা।
মা ছাড়া এ-জগৎ নিরানন্দ,
এক অদ্ভূত শূন্যতা।

জগৎ দেখালে মা তুমি,
দিলে এ-ক্ষুদ্র দেহে জীবন।
জীবনের সেরা শিক্ষক তুমি,
আলোকিত করলে এ-মন।

পিতাহীন কত চলে গেছে বেলা,
তাঁর অফুরান ছায়াতলে।
তবু, বুঝিনি কভু পিতাহীনতা,
অসীম ভালোবাসার বলে।

বাবা-মা মোর সব তুমি!
ছোট্ট এ-পরিবারের প্রাণ।
মহীয়সী তুমি! বলীয়সী তুমি!
তুমি সৃষ্টির সেরা দান!

তোমার ঋণে চির ঋণী মাগো!
রবে প্রার্থনা অনন্তকাল।
সদা হেসে সবার মাঝে তুমি,
বেঁচে থাকো চিরকাল।