চোখের ভাষায় বলি কত মহাকাব্য,
সারাটি প্রহর শুধু তোমাকেই ভাববো,
বুঝলে না তুমি সেই কবিতার গান,
মুক্ত প্রকাশে চাও আমারি প্রাণ।
কত রূপ, কত ক্ষণ, কত ডানা মেলে,
আমার আকাশে তুমি ব্যাকুল বিকেলে,
শুনলে না তুমি এই প্রহরীর গান,
প্রিয় সুর উচ্চারণে খোঁজো আমারি প্রাণ।
শব্দহীন সব ক্লান্ত বিকেলে,
চোখের সাথে প্রিয় চোখ মিলে গেলে,
বুঝে নিও প্রতিটি শব্দের মানে,
এই হৃদয় শুধুই যে ভালবাসা জানে।
শুধু তোমাতেই নিবেদিত এ-চক্ষুভাষা,
চেয়ে দেখ, খুঁজে দেখ মোর ভালোবাসা,
সুপ্ত প্রাণের আজি গুপ্ত প্রকাশ,
পুরোটা হৃদয় জুড়ে তোমারই বাস।
কত রাত, কত পথ, কত নদী পেরোলে,
শ্রান্ত দুচোখের ঠাঁয় তোমার দেয়ালে,
বুঝতে হবে না কোনো ভাষার মানে,
সবকিছু ফুরোবে প্রিয় আলিঙ্গনে।