চেতনা একাত্তর!
থাকবে আমরণে,
বিজয় এসেছে সবখানে,
শুধু আসেনি মনুষ্যত্বে!
চেতনা একাত্তর!
প্রজন্ম থেকে প্রজন্মে,
শহীদরা আজ কাঁদে!
কেন গেছিল যে যুদ্ধে।
চেতনা একাত্তর!
রবে প্রতিটি প্রাণে,
নয় কেউ এর ঊর্ধ্বে,
কেনই বা বিরুদ্ধে?
চেতনা একাত্তর!
আছে ম্লানে, অম্লানে,
শুধু বিজয় জানে,
সব বাঁধা ভেঙে!
চেতনা একাত্তর!
মনে পুরুষত্ব আনে,
রয় পাহাড়সম অটল,
সব অন্যায়ের বিরুদ্ধে।
চেতনা একাত্তর!
আজও মরতে শেখায়,
রাজি দিতে প্রাণ!
প্রতিটি যুদ্ধে!
চেতনা একাত্তর!
এ-বোধ সবার,
ধর্ম-দল-মত নির্বিশেষে।
চেতনা একাত্তর!
দেশের তরে জীবন,
জীবনের উদ্দেশ্যে।