আমলাই চালায় দেশটাকে,
আর আমলাই করলো শেষ,
ন্যায্য কাজের পথ ভুলে,
করে দলের দালালি বেশ!
মূর্খ নেতা কী আর বুঝে?
আমলাই নাচায় ইশারায়।
ক্ষমতা রন্ধ্রে, টাকার গন্ধে,
স্বীয় ব্যক্তিত্ব হারায়।
ক্ষমতা ধরতে, অন্যায় করতে,
গড়ে অনুগত আমলা শ্রেণি।
অন্ধ আর অযোগ্য আমলা,
নিমকহারামী করতে শিখেনি।
দল, মত আর কুমতলব ছেড়ে,
নিয়োগ হোক জাতীয় স্বার্থে।
যোগ্য, মেধাবী আমলাই পারে,
দেশের মর্যাদা সমুন্নত রাখতে।