আমি বাংলাদেশ!
আমি হিন্দু, আমি মুসলমান,
আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান!
আমি চাকমা, আমি মারমা,
আমিই গারো বা খাসিয়া!

হ্যাঁ, আমিই বাংলাদেশ!
আমি শেখ মুজিব, আমি এরশাদ,
আমি ভাসানী, আমি মোশতাক,
আমি শেরে বাংলা, আমি শহীদ সাব,
আমিই তাজউদ্দীন বা জিয়া!

আর কতকাল দিব একে অন্যকে,
পুরোনো দিনের গ্লানি?
রোজ দোষারোপ আর বাড়াবাড়িতে,
দেখি বাংলার মান হানি।

জাতির স্বার্থে, দেশের স্বার্থে,
কবে হবি তোরা এক?
বিভেদের এই নিত্য লীলায়,
বিশ্ব হাসে দ্যাখ!

ভাব, তুই-ই বাংলাদেশ!
ধর হাতে হাত হেসে!
একই সুরে ঐক্য নিয়ে,
বাঁচব বাংলাদেশে!