আদর্শ চেনে সত্য,
আদর্শ জানে ন্যায়।
আদর্শ আনে বিদ্রোহ!
দেয়না অন্যায়ে সাই।

আদর্শ আছে প্রতিটি অন্তরে,
আদর্শই শক্তি নিশ্চয়ই!
আদর্শ জিতে সব সমরে,
আদর্শহীন কি মানুষ রয়?

আদর্শ সদা অবিকৃত,
বদলায় না ক্ষমতায়।
আদর্শে চির উন্নত শির,
নয় দূর্বল যে লিপ্সায়।

আদর্শ আর সব আদর্শে,
সহিষ্ণু সদা নির্দ্ধিধায়।
আদর্শ বাঁচে চেতনা, হর্ষে,
আর অসীম ভালোবাসা ছড়ায়।

সব আদর্শের চেতনা একই,
কল্যাণ চায়, শুধুই কল্যাণ চায়!
আদর্শ আরো বৃহৎ স্বার্থে,
সংঘাত নয়, মিলে এক হয়।

আদর্শের প্রতিশ্রুতি চির অম্লান,
কর্মে মিলে তার বয়ান,
আদর্শ অস্ত্রের ব্যবসায়ীদের,
ধিক্কার! শুধু ধিক্কার!

আদর্শ সবে সত্য আছে,
কোন আদর্শ শেখায় মেকি?
আদর্শহীনদের আদর্শিক নৃত্যে,
জাতির মৃত্যু দেখি।

আদর্শের এই হাতিয়ার ধরে,
জালিমরা টিকে রয়।
গোয়েবলসীয় নীতির যোগে,
সত্যের মৃত্যু হয়।

কোন আদর্শ শেখায় হে অন্যায়?
কোন আদর্শ ঊর্ধ্বে মানবিকতায়?
কেন আদর্শ যাবে মৃত্যুদণ্ডে?
ব্যক্তিই খারাপ, কোনো আদর্শ নয়!