তুমি কি করে ভাবো আমাকে মিষ্টি, সদায় আমার প্রতি রাখো দৃষ্টি।
তুমিতো দেখেছ আমার বাহিরের আলো, অন্তর না জেনে কেন যে ভোল।
আমিতো তোমার জীবনে করতেও পারি ব্যথার ঝড় সৃষ্টি।
তুমিতো ভাবিছ আমায় গোলাপের মত, গন্ধ ছড়াবো তোমার জীবনে কত। আমিতো তোমার নয়নে আনতেও পারি কান্না ঝরা বৃষ্টি।