আঁধার যখন গহীন হয়ে ডাকে,
চিন্তা ধারা আমার  মনে থাকে।
ভাবনা গুলো কালো মেঘে ছেয়ে,
উথাল পাথাল ঢেউ তুলে যায় বয়ে।
তখন মনে আপন ধ্যানে আকাশে,
মিষ্টি হেসে কল্পনার ঐ দূত আসে।
ভাবনা ধারা যায় নিয়ে সে অম্বরে,
জীমূতের সেই গহীন প্রিয় বন্দরে।
ভাবনা গুলো মেঘের সাথে   উড়ে,
ডাকছে আমায় কল্পনাময় ভীড়ে।
হঠাৎ কখন আসবে সে যে নীড়ে
সেই আশাতে যাই না আমি ফিরে।
মন  মাঝারে  যত  তারে   রাখি,
হেসে হেসে দেয় সে মোরে ফাঁকি।
আড়াল থেকে ডাকে না আমায় রোজ,
বসুধায় আমি  করছি  যে তার খোঁজ।
ওসে  আমার  স্বপ্নিল   সেই   মুখ,
যারই আশায় কাঁদে যে মোর বুক।

সেই তোমাকে কবে আমি
আপন করে পাবো!
আমার আমি নিজেই আমি
আমাকে হারাবো।


+++++++-  ধন্যবাদ+++++++