তোমার জন্য আমি
আজি এ প্রভাতে,
গেঁথেছি স্বপ্নের মালা
হর্ষেতে নিজ হাতে।
মালাটা ছিলো আলোর প্রদীপ
ঘুম ভাঙ্গানো পাখি,
জাগরিত ভাবে নিশ্চুপ মনে
আজিও তোমায় ডাকি।
ভেবেছিনু একই সাথে
পাড়ি দেব মহাকাশ,
থাকবো শুধু আমরা দুজন-
আর একখন্ড অখন্ড আকাশ।
একটু হবে মনোমালিন্য
থাকবো তখন একা,
মনে হবে বুকটা আমার
মহাকাশময় ফাঁকা।
তখন তুমি জড়িয়ে ধরে
বাসবে আমায় ভালো,
ভাববো তখন প্রাণটা আমার
আজ স্বার্থক হলো।
কিন্তু আজও তোমার সাথে
হলো না মোর দেখা,
তোমার অপেক্ষায় আজও আমি
রয়েছি সেই একা।
এভাবে আর দেখবো কত
স্বপ্ন,সারারাত,
জানি না,তুমি আসবে কি না
ধরবে কিনা হাত।
---------ধন্যবাদ---------