তুমি কি আমার সঙ্গী হবে?
নিত্যদিনের পাখির ডাকা এই ভবে
কলকলিয়ে কিচিরমিচির গান কুড়াবে
তুমি কি আমার সঙ্গী হবে?
লজ্জাবতী মেয়ের মতো একটু কেঁদে
বাচ্চা শিশুর মতো তোমার চোখটি বেধে
পিছন থেকে আলিঙ্গনে জড়াবো বুক;
তখন তুমি আলতো করে আমার কানে
সংকোচ ভরা চোখটার ঐ চাহনি জেনে
কল্পনার মাঝে আমায় ভাববে তুমি শুক।
আমি তখন মিষ্টি করে অভিমানে
অজানাতে ভাববো তোমায় মনে প্রাণে।
তখন তুমি অপলকে আমার চোখে
রাগিণীর ঐ চোখটাকে একটু সুখে
ঝরঝর করে গড়িয়ে দেবে অশ্রুধারা
নির্জনেতে দেখবে শুধু রাতের তারা
সঙ্গী চাঁদের সঙ্গে তুমি, বলবে আমার কানে;
আমায় অনেক ভালবাসো,চাঁদ তারারা জানে।
---------++++-------ধন্যবাদ------++++------