বঙ্গবন্ধু তোমার প্রয়াণ হয়েছে
ভুলিনি আমরা তোমায়,
চিরতরে তুমি চলে গেলে
লাখো বাঙ্গালিকে কাঁদায়।
চারিদিকে বহে শুধু অগ্নিবায়ু
তুমি হীনা অমা রাত,
আজও বাঙ্গালি কেঁদে কেঁদে
চিৎকারে আর্তনাদ।
মুজিবুুর রহমান,
তোমার জন্য দেশ হয়েছে স্বাধীন
পেয়েছে যে দেশ প্রাণ।
যুদ্ধ করার প্রেরণা তুমি
তুমি যে রুপার কাঠি,
শত্রুর ভয়ে দমনি তুমি
ধরিয়েছো অস্ত্র লাঠি।
আজও দেশ তাই, কেঁদে কেঁদে হায়
তোমায় পেতে চায়;
তুমি হীনা দেশ, মানুষের সমাবেশ
ভাসবে অশ্রুর দরিয়ায়।
তবু বাঙ্গালি হায়,মন দিতে চাই
তোমার রেখে যাওয়া কাজে;
তুৃমি হীন আশ না,তবু সাধ জাগে না
শুধু তোমার স্মৃতি মনে বাজে।
চারিদিকে শোনা যায় হাহাকার
প্রকৃতি বলে কথা,
মুজিব ছাড়া এ বঙ্গ আজ
পাচ্ছে অনেক ব্যথা।
যে দিয়েছে স্বাধীন রাষ্ট্র, ভুলিয়েছে মানুষের কষ্ট
এনেছে স্বাধীন অধিকার;
তারে ছাড়া কি করে, কেউ কি থাকতে পারে
সন্তান বাংলার।
সব ক্ষেত্রে যার, ছিল কর্মভার
সে গেছে আজ চলি;
তুমি হীন কর্ম না,তোমায় ভুলবে না
শোকাহত বাঙ্গালি।
-----------------ধন্যবাদ------------------