( শেক্সপিরীয় সনেট

ছন্দ: অক্ষরবৃত্ত
মাত্রা: ৮+৬
অন্ত্যমিল: কখকখ গঘগঘ,  ঙচঙচছছ)


এই তো সেদিন দেখি  তোমারি নয়ন
চুপি চুপি ইশারাতে     বোঝালে আমায়,
"মোর মাঝে থেকে তুমি   করো বিচরণ"
আমি যেন চেয়ে থাকি   তোমারি আশায়।
পাণিটা বাড়িয়ে দিয়ে   ডেকেছিলে কাছে
আমি যেন তোমা থাকি     বলেছিলে সাথে,
নিদ্রাহারা রজনী টা     স্মৃতিপটে আছে
দিবাতে ভ্রমণে যাবো    পৃথিবীর পথে।

আঁধারের এই রাতে      বুনি কত স্বপ্ন
মেঘের ঐ সীমানাতে     বাঁধি কত ঘর,
দুনিয়ার বুকে তাই    নিবে নিজ যত্ন
পরপারে এক হবো    হবো না তো পর।
দুই পারে তুমি আমি   এক যদি হই,
ভেবে নিও ওগো প্রিয়া    তুমি মোর সই।

    
          -ধন্যবাদ-