স্বাধীনতা তুমি বাংলার ঘরে
দিয়েছো আলোর বাতি,
জীবন দিয়েছে লাখো শহিদ আর
তাদের প্রিয় সাথী|
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর
৭ই মার্চের ভাষণ,
নিদ্রায় থাকা বীর বাঙ্গালীর
বীর হওয়া সেই মন।
স্বাধীনতা তুমি ধর্ষিতা নারী
মা বোনের ক্রন্দন,
অনাহারে থাকা বৃদ্ধ পিতার
তাচ্ছিল্যকর জীবন।
স্বাধীনতা তুমি ছেলে হারা মা _র
দিয়েছো অশ্রুজল,
তোমাকে আনতে অস্ত্র ধরেছে
লাখো শহিদের দল|
স্বাধীনতা তুমি ঘুমিয়ে ছিলে
দুশমনদের ঘরে,
জাগ্রত করেছে বাংলার ছেলেরা
তাদের জীবনের মায়া ত্যাগ করে|
স্বাধীনতা তুমি ইতিহাস লিখলে
নতুন প্রজন্মের জন্য,
যুঝ এর কথা শুনে চোখে আসে জল,
বলে থাকি আমরা তোমারই ধন্য|
স্বাধীনতা তুমি লাখো বাঙ্গালির
প্রান নিয়েছো কেড়ে,
রণ ক্ষেত্র ধ্বংস হল
অস্ত্র বুলেট কামানের ঝড়ে|
তোমার জন্য সাগর হয়েছে
রক্তে ভরপুর,
তোমার জন্য বীর হয়েছে
কত যে অশূর|
তাইতো বিশ্ব কয়,
স্বাধীনচেতা বীর বাঙ্গালীর
রক্তে আছে জয়।