প্রেয়সী, আমি তোমাকে দেখতে চাই,
তোমার মনের বদ্ধ তালার কিনারার আঙ্গিনায়,
যদি কোনো যুবক নিস্তব্ধ ভাবে একটুও স্থান পায়
সেটা আমি ছাড়া আর কেহ নয়।
প্রেয়সী , আমি তোমাকে দেখতে চাই।

তুচ্ছ আমার জীবন খানির দিব্যি কেটে বলি,
আদর সোহাগ স্নেহ মমতা সবই গেছে চলি-
কোন অজানায় দিগন্ত পেরিয়ে এই জানলায়
বুক ভরা আশা নিয়ে ভালবাসার অপেক্ষায়..।
প্রেয়সী, আমি তোমাকে দেখতে চাই।

সুপ্ত মনের অল্প জানার মাঝে আমি আজ
গেঁথেছি পদ্যের মালা,তোমায় দেখাব সাঁজ
সকাল সন্ধ্যাবেলা, বাহুডোরে গল্পে দেবো সায়,
মনে মনে তব করিব দোয়া তোমাকে যেন পাই।
প্রেয়সী,আমি তোমাকে দেখতে চাই।

তিমির রাতের জোৎস্না হয়ে আসবে আমার মনে,
শিহরণ তুমি জাগিয়ে দিবে আমার তনু প্রাণে।
বিশাল দিগন্তের আধার কাটবে তোমার স্বল্প ছোঁয়ায়,
আলিঙ্গনে তব মেতে উঠবো হৃদয়ের মোহনায়।
প্রেয়সী, আমি তোমাকে দেখতে চাই।

-----------ধন্যবাদ---------