আমি হয়তো প্রেমিক নই।
যে প্রেমিক সে ভালবাসতে জানে,
প্রেমকে শ্রদ্ধা করতে জানে,
প্রেমের অমূল্য রতনে সে নিজেকে পরিবর্তন করতে জানে।
আমি হয়তো প্রেমিক নই।
যে প্রেমিক সে আজন্ম সুখী হতে পারে,
প্রেমকে নিয়ে অনাহারে থেকে যেতে পারে,
প্রেমের অতল সাগরে নিজেকে ডোবাতে পারে।

আমি এমন একটা প্রেমিকা চাই-
যে প্রভাতে আমায় দোলা দিবে,
মধ্যাহ্নে আমার সাথী হবে,
গোধুলিতে আমার খোরাক মিটাবে।
আমি এমন একটা প্রেমিকা চাই-
যে মধ্যরাতে  আমার ঘুম ভাঙ্গাবে,
স্নিগ্ধ চাঁদের আলোয় যে আমায় দিগন্ত দেখাবে,
যে আমায় ভাবাতে সাহায্য করবে।
আমি এমন একটা প্রেমিকা চাই-
যে মিশে থাকবে আমার লিখনীর সাথে,
ডায়েরির প্রতিটি পাতায় ছবি হাতে,
যে থাকবে আমার সাথে।

আর আমার প্রেমিকা হলো প্রতিটি কবিতা,
যে আমার সুপ্ত প্রতিভাকে জাগ্রত করবে।
এজন্য আমি বহু কবিতা লেখার চেষ্টা করেছি।
কিন্তু পারিনি।কারণ,
কবিতা লিখতে ছন্দ লাগে,মাত্রা লাগে,তাল লাগে এবং লয় লাগে।
যা আমি জানিনা।
তাই হয়তো আমি আজও প্রেমিক হতে পারিনি।

---------------------ধন্যবাদ-----------------