(বিষয়: শেক্সপিরীয় সনেট
ছন্দ : অক্ষরবৃত্ত
মাত্রা: ৮+৬
অন্ত্যমিল: কখকখ গঘগঘ, ঙচঙচ ছছ)


রাত্রি যবে নেমে আসে    তোমার চরণে
বিলীন হয়ে ভুলেরা     খোঁজে নব দিশে,
নিদ্রাহারা ক্লান্তি সব     আমার নয়নে
জ্বলে পুড়ে শেষ হয়    অনলেতে মিশে।
প্রয়াত লাশের ন্যায়    প্রাণবন্ত আমি
অলীক আঁধারে দেখি    মিটিমিটি তারা,
দূর পানে বসে আছে    হামেশায় দামি
আহবানে তাকে তুমি    দাও যে ইশারা।


আমার বেলায় কেনো     এত অবহেলা
ঢেউ খেলে উঁচু স্বরে     কাঁদে কত নদী,
বোঝোনি তো কোনোদিন  পাবকের জ্বলা
আমার মতন সেও    জ্বলে নিরবধি।
আমিও না হয় দুখী,   হবো আজীবন,
তবু মোর অভিমুখে     করো বিচরণ।

         -ধন্যবাদ-