(বিষয়: শেক্সপিরীয় সনেট
ছন্দ : অক্ষরবৃত্ত
মাত্রা : ৮+৬
অন্ত্যমিল: কখকখ গঘগঘ  ঙচঙচ ছছ)

স্বপ্নগুলো কেঁদে চলে    ব্যোম পানে চেয়ে
বেদনা আড়ালে থেকে   বলে কত কথা,
আঁধারেতে উঁকি দিয়ে   তাকে কাছে পেয়ে
কেন তুমি দিয়ে যাও     এত বেশি ব্যথা।
রাতের গভীর ফাঁকে     লুকিয়ে বেদনা
অতৃপ্তির জ্বালাতনে     বড় অসহায়,
নিদ্রাহীন মহারাতে     অপূর্ণ যাতনা
চক্ষু জল অবসানে     আমাকে কাঁদায়।

তবু যদি না-ই মেলে      তৃপ্তির স্বপন
ছোট থেকে ধীরে ধীরে   বড় হয়ে আশা,
হতাশায় মিশে থাকা    অপূর্ণ ভাষণ-
এভাবেই থেকে যাবে    হবে না তো খাসা।
অপূর্ণ স্বপন মাঝে        কতকাল রবো!
জানিনা যে কবে আমি    পরিপূর্ণ হবো!

                  --ধন্যবাদ--