ওগো নাওয়ের মাঝি নাও যে ছেড়ে
   আমায় কেন ডাকো,
তুমি মেঘলা বিকাল উষার সকাল
    আমায় পাবে নাকো।
আমার মন যমুনার বদ্ধ দেশে
  আছে যে  মোর সখা,
যে মধ্যরাতে আলোক জ্বেলে
  দেয় যে মোরে দেখা।
আজ তারে ছেড়ে তোমায় কেন
  দিবো আমার মন,
যে আমার প্রিয়  মনের মানুষ
  যে মোর প্রিয়জন।
যাও ফিরে যাও ওগো মাঝি
  আমার থেকে দূরে,
তোমার আশায় অজানা কেউ
  আছে অপেক্ষা করে।

++++++++ধন্যবাদ++++++