বল বাঙালি জাতি,
আত্মকলহে লিপ্ত হয়ে
কেন করছো নিজ ক্ষতি?
কেন চারিদিকে ধেয়ে আসে শুুধু-
বেদনামাখা কথা,
আত্মকলহে ধ্বংস এনে-
হচ্ছে শেষ বঙ্গমাতা |
সামান্য মজুরির শ্রম,
গড়ছে এই সভ্যতা-
এই বিশাল শম|
শোন বাংলা মন,
ধনী গরীব হতে পারে সবাই -
হতে পারে আজীবন|
ইচ্ছা প্রসন্ন কর্ম গুনে
প্রতিবাদী তোমায় চাই,
স্রষ্টা প্রদত্ত সাহস তোমার
এখানেই পাবে জয়|
শঙ্কা ত্রাসহীন পীড়না
করছে পীড়ন মনে,
অটল অটুট হবে মন
আত্ম এই জীবনে|
বল বিশ্ববাসী ,
দীনতা হীনতা কাতরতা আজ
কেন আছে মানুষে মিশি ?
উঠতে চলতে বসতে বলো
কেন এত অবিচার,
মনের অসীম সাহসে সব
ভেঙ্গে কর চুরমার|
আবার দেখি দুর্নীতি ঐ
কর্মপদস্থলে,
জেগে ওঠ ঐ সুপ্ত হিয়া
হাটে মাঠে ঘাটে বিলে|
কেন কর আজ ধর্ম বিভেদ
ধর্মীও নেতা ভাই,
সব ধর্মের লাল রক্ত
আছে ত্যাগের খেলায় |
কেন চলছে সমগোত্রীয়
কোন্দলে অন্যায়,
হিংসার অনলে পুড়ে
ভাই,ভাইকে হারায়।
পারলেনা মিশতে ভাই
চক্রান্ত থেকে রেহায় পেতে
প্রতিবাদী তোমায় চাই।
বল বাংলা মানুষ,
আলস্য তোমার করোটিতে আছে,
এটা কি আছে হুষ ?
দিব্যশক্তির বলে তোমরা
পেয়েছো অনেক কিছু,
আড্ডা তো তাই- শয়তান দেয়
তোমাদের পিছু পিছু|
সামান্য লাঠি দিয়ে তো আজ
রক্ষা পাবে না তুমি,
মনের লাঠির জাগরূক বেশ
এটা যে বড় দামী।
নিজে হলে তো দাসী
বাংলা করলে শেষ,
সকল জোয়ান তৈরি হও
রক্ষায় বাংলাদেশ।
বল সংগ্রামী জনতা ,
নিদ্রারত বাঙ্গালি নই
আছে আত্ম আস্থা।
অন্যায়ে করো প্রতিবাদ
মানুষে মানুষে থাকো মিল ,
তোমাদের যেন ভাংতে না পারে
বৈরির ঐ ছোট্ট ঢিল|
তোমাদের মাঝে লুকিয়ে আছে
আছে প্রতিবাদী মন ,
তবু কেন আজ অকারণে বসি
সও তাদের আক্রমণ?
আজ থেকে আর নয়
জাগরূক বারংবার,
প্রতিবাদ করো পীড়নীদের
যারা করে অবিচার।
---------#সমাপ্ত_.-------