মুজিব নামের দেশপ্রেমিক
বাংলাদেশের স্থপতি,
তার তরে নাম উঠিনু
মানচিত্রে বসুমতী।
অল্প দিনে এনেছে মুজিব
সাংবিধানিক সরকার,
এমন মুজিব বাংলাদেশের
প্রতি ঘরে ঘরে দরকার।
যুদ্ধের তরে স্বাধীন দেশ তো
ধ্বংসে হল চুরমার,
প্রখর মেধা দিয়ে মুজিব
করলো তার প্রতিকার।
দুখীজনের সরল মনে
জাগালো যে আশা,
আপন করে নিল সবার
দিয়ে ভালবাসা।
অসহায়ীদের অসহায়ে যে
তুলার মতো কোমল,
অন্যায়ীদের বিরুদ্ধে সে..ই
প্রতিবাদে চঞ্চল।
বহু শত্রু ছিল তার
এই ধরাধাম মাঝে,
ধ্বংসের খুঁজতো উপায়
মধ্যাহ্ন অপরাহ্ন সাঁঝে।
এমন করে ৭৫ এর
১৫ আগষ্ট রাত,
স্বপরিবারের প্রাণ নিল
অজস্র কালো হাত।
হায়!আমরা তো কৃতঘ্ন জাতি
এ ধরাধামের ভিতর,
যে মোদের স্বাধীন ঘোষক
শিকার তার স্বপরিবার।
আজ তাদের বিরুদ্ধে তোলো
প্রতিবাদী সংগ্রাম,
যারা করতে চেয়েছিল
নিশ্চিহ্ন মুজিব নাম।
মুক্তি পাবে, মুক্তি দেবে
উন্নত সেই শিরে,
যে শির মুজিবের মতো
পরিণত হবে বীরে।
---------------ধন্যবাদ সবাইকে------------