বিশাল পশু জবেহ দিয়ে
কইরো না বড়াই,
লোক দেখানো কুরবানির
কোনোই দাম নাই।
এক আল্লাকে ভালবেসে
তবে করো কুরবানি,
অধমকেও ভালবেসো
কইরো নাতো মানহানি।
হালাল রুজি সৎ নিয়তে
পশু কইরো দান,
ওরে পশু নয়,পশুত্বকে
করে দাও কুরবান।
গৃহ পশু বধ নয়
মনের পশুত্ব বধ,
এটাই কুরবানি
আখেরের সম্পদ।
***সবাইকে পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা রইল***
+++++++++++ধন্যবাদ++++++++++++