কোনো এক গোধূলি মাঝে
ক্রিং ক্রিং, ফোনটা বাজে,
রিসিভ করে বলনু কথা
ওপার থেকে নিরবতা
আমার মতো আমি হেঁকে
বলছি কথা, রেগে ডেকে
তখনও সে চুপটি করে
আমি তখন ফোনটা ছেড়ে
বসনু গিয়ে ঘরের মাঝে
দেখছি আমি কী যে সাজে
দেখতে পুরো কুমড়োপটাশ-
বলে মামা দিচ্ছে বাঁশ।
বাধ্য হয়ে বাহির পথে
কল্পনাতে আকাশ রথে।
তখন আবার ক্রিংক্রিং
এখন আবার কে দিল রিং?
নাম্বার টা নেই কো জানা
হয়তো সেই মূক অচেনা।
রিসিভ করে আমি মূক
কিপটে হলে ফাটবে বুক।
আমার মতন চুপটি করে
ওপাশেতে শ্বাসটা ওড়ে
আমি এখন লাল বাটনে
হাতটা রেখে আপন মনে।
তখন হঠাৎ ফুটলোগলা
শব্দে কান ঝালাপালা
কথা বলার ভঙ্গি দেখে
কন্ঠোটা মোর মনে মেখে
এবার তারে দিলাম বিদায়
চেনা হয়েও অচেনা রয়।
হারানো স্মৃতি নাহি ফীরে
অভিমানেতে কেঁদে মরে
ফোনের দিকে চায়
তবু ফোনের দেখা নায়।
*******ধন্যবাদ*******