আমি কোনো রাজনীতিবিদ নই
রাজনীতির 'র' কি আমি বুঝি না এবং বুঝতে চাইও না।
আমি শুধু চই আমার অধিকার।
আমি কোনো বিপ্লবী মানুষ নই
তবে আমি অতটাও কাপুরুষ নই যেথায় আমার দাবি অবহেলে লাঞ্চিত হবে
আর সেথায় আমি চুপ করে বসে বসে দেখবো....
আমি বিপ্লবী হতে না পারি
রাজনৈতিক নেতা হতে না পারি
তবে আমি এমন একটি হাতিয়ার -
যার দ্বারা আবহমানকাল বাঙ্গালি লড়ে গিয়ে বিজয় ছিনিয়ে আনতে পেরেছে।
আমি সর্বকালের সর্বসেরা ছাত্রসমাজ
যারা ব্যতীত একটি দেশ অসম্পূর্ণ
একটি জাতি লাঞ্চিত,বঞ্চিত এবং অবহেলিত।
তোমরা আমাকে জ্বলে উঠতে দেখেছিলে ভাষা আন্দোলন ও তার পরবর্তী ঘটনায়।
আমাকে কাছে পেয়ছিলে এদেশের স্বাধীনতা অর্জনে।
আর সেই আমি একটি দাবি নিয়ে এসেছি..
সে দাবি যদি গৃহীত না হয়
সে দাবিকে যদি অবহেলা করা হয়
তবে তোমরা আমাকে এক ভয়ংকার রুপে দেখবে।
যে রুপ কোনো জাতি কখনো দেখিনি
কোনো দেশ কখনো শুনেনি...।
তোমরা আমাকে ভুমিকম্পের মধ্যে দেখতে পাবে
যার সামান্য ঝাঁকুনিতে তছনছ হয়ে যাবে তোমার হাসি,তোমার অট্টালিকা।
তোমরা আমাকে বজ্রপাতের মধ্যে দেখতে পাবে
যেখানে আঘাত হানবে সেখানটা জীবনীশক্তি হারিয়ে হয়ে যাবে ধ্বংসপুরি।
তোমরা আমাকে বন্যার জলে দেখতে পাবে
সামান্য সময়ে তোমাদের মতো নিষ্ঠুর,আত্মামৃত মানুষদের ডুবিয়ে দিতে আমি আর্বিভূত হব।
আমি দেশকে ভালবাসি
দেশের মানুষকে ভালবাসি
তোমার ঐ হাসিটাকেও ভালবাসি তবে সেটা স্থান বিশেষে।
আমাকে জাগ্রত হতে বাধ্য কোরো না
যুগে যুগে তোমরা দেখেছো আমি কে, কী এবং কী।
রাজপথে নামা সকল ছাত্রের হয়ে বলছি-
দাবি মেনে নাও
আমাকে নিরাপদ সড়ক দাও
নিরাপদ দেশ দাও
তবেই আমি নিজেও সতর্ক থাকতে পারবো।
আমি আবারও বলছি দাবি মেনে নাও
নইলে ধ্বংস বন্যা বয়ে যাবে এই বাংলায়।।
----------------+++++++++++-------------------